ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কা‌লিয়াকৈরে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৭, মে ২০, ২০১৯
কা‌লিয়াকৈরে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

গাজীপুর: গাজীপুরের কা‌লিয়াকৈ‌র উপজেলার স‌ফিপুর এলাকায় ট্রাকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৪০) এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২০ মে) সকাল পৌনে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. মু‌জিবুর রহমান বাংলানিউজকে জানান, সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই যুবক।

এসময় এক‌টি ট্রাক নিয়ন্ত্রণ হা‌রিয়ে তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।  

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এক‌টি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চি‌কিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পু‌লিশ ওই হাসপাতালে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।  

তিনি আরো জানান, ওই যুবকের পরনে চেক লু‌ঙ্গি ও শার্ট রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, মে ২০, ২০১৯
আরএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।