ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মেয়াদোত্তীর্ণ ভেটেরিনারি ওষুধ বিক্রির দায়ে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫১, মে ২০, ২০১৯
মেয়াদোত্তীর্ণ ভেটেরিনারি ওষুধ বিক্রির দায়ে জরিমানা ভেজালবিরোধী অভিযান। ছবি: বাংলানিউজ

রাজবাড়ী: মেয়াদোত্তীর্ণ ভেটেরিনারি ওষুধ বিক্রির দায়ে রাজবাড়ী জেলা সদরের হাজী পোল্ট্রি ফিডকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার (১৯ মে) দুপুরে জেলা সদরের কল্যাণপুর বাজারে অভিযান পরিচালনা করেন অধিদফতর রাজবাড়ী কার্যালয়ের সহকারী পরিচালক শরিফুল ইসলাম।

বাংলানিউজকে শরিফুল ইসলাম জানান, অভিযানে মেয়াদোত্তীর্ণ ভেটেরিনারি ওষুধ বিক্রির দায়ে হাজী পোল্ট্রি ফিডকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

 

অভিযানে সহায়তা করে জেলা প্রশাসন ও জেলা পুলিশ সদস্যরা।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মে ১৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।