ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কারা একাডেমির নামে পদ্মার জমি অধিগ্রহণ বন্ধের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৪, মে ২০, ২০১৯
কারা একাডেমির নামে পদ্মার জমি অধিগ্রহণ বন্ধের দাবি মানববন্ধন, ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমির নামে পদ্মা নদী তীরবর্তী ১শ’ একর জায়গা অধিগ্রহণ করা হয়েছে। এ অধিগ্রহণ বন্ধের দাবি জানিয়েছে ‘রাজশাহীবাসী পরিবেশ ও প্রকৃতির জন্য আমরা’ নামের একটি সামাজিক সংগঠন। 

সামাজিক এ সংগঠনের পক্ষ থেকে রোববার (১৯ মে) বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে জানানো হয়, কারা প্রশিক্ষণ একাডেমির নামে ১শ’ একর জমি অধিগ্রহণ করে কারা কর্তৃপক্ষ একটি নোটিশ দিয়েছে।

শহর রক্ষা বাঁধ পেরিয়ে নদীর অভ্যন্তরে নতুনভাবে জেগে ওঠা চরের মধ্যে নির্মাণ করা হবে এ প্রশিক্ষণ কেন্দ্র। ফলে এ বিপুল পরিমাণ জায়গা দখলে ক্ষতিগ্রস্ত হবে নদীর স্বাভাবিক গতিপথ। নষ্ট হবে শহরের প্রকৃতিক পরিবেশ। সেখানে কোনো প্রকল্প বাস্তবায়ন করা হলে শহরের আবহাওয়ার ক্ষেত্রেও বিরুপ প্রভাব পড়বে। এতে নদীর নাব্যতা পরিবর্তন হয়ে বন্যার মতো দুর্যোগও সৃষ্টি হতে পারে। এ ছাড়া শহররক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত হবে।

নদীর তীর পার হয়ে তার অভ্যন্তেরে কারা প্রশিক্ষণ কমপ্লেক্স নির্মিত হলে তাতে নিরাপত্তাজনিত কারণে জনসাধারণের যাতায়েত বিঘ্ন হতে পারে। ফলে রাজশাহীবাসীর প্রকৃতিক সৌন্দর্য উপভোগ ও অবাধ চলাচল, শরীরচর্চা ও খেলাধুলায় বাধাগ্রস্ত হবে।

তাই মানববন্ধন থেকে পদ্মা নদীতে কারা কর্তৃপক্ষ ১শ’ একর জমি অধিগ্রহণ বন্ধের দাবি জানানো হয়।  

কর্মসূচিতে স্বাধীনতা চর্চা কেন্দ্রের আহ্বায়ক মাহফুজুর রহমান রাজ, রাজশাহীবাসীর সদস্য সচিব নাজমুল হোসেন রাজু, আহ্বায়ক মাহবুব টুংকু, স্বাধীনতা চর্চা কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক রোজাউল করিম মোহাব্বতসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মে ১৯, ২০১৯
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।