রোববার (১৯ মে) উপজেলার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের ব্রাহ্মণখালী এলাকায় ঘটে এ দুর্ঘটনা। সেলিম বরগুনা সদর থানাধীন বদরখালী এলাকার মৃত রমেজ খানের ছেলে।
ভোলাব উপ-পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে ব্রাহ্মণখালী এলাকায় রাস্তা পার হচ্ছিলেন সেলিম। এসময় ভুলতাগামী একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ঘাতক প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মে ১৯, ২০১৯
এসআরএস