ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সৌদি আরব যাওয়ার সময় রোহিঙ্গাসহ আটক ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৪, মে ১৯, ২০১৯
সৌদি আরব যাওয়ার সময় রোহিঙ্গাসহ আটক ৫

ঢাকা: বাহরাইন হয়ে সৌদি আরব যাওয়ার সময় বিমানবন্দরে রোহিঙ্গা নাগরিকসহ পাঁচজনকে আটক করা হয়েছে। 

রোববার (১৯ মে) ভোর সোয়া ৪টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাদের আটক করা হয়।  

আটক পাঁচজন হলেন- আরিফা বেগম, মনিকা হোসাইন, সানোয়ারা বেগম, মোহাম্মদ ওমর এবং মোহাম্মদ আব্বাস উদ্দিন।

এর মধ্যে আব্বাস উদ্দিন সন্দেহভাজন মানবপাচারকারী চক্রের সদস্য।

বিমানবন্দর সূত্র জানায়, আটক রোহিঙ্গারা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে সৌদি আরবে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করে। ভোর ৫টা ৪০ মিনিটে গাল্ফ এয়ারের একটি ফ্লাইটে বাহরাইন হয়ে সৌদি আরবের জেদ্দায় যাওয়ার কথা ছিলো।  

তবে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) সদস্যরা তাদের আটক করেন।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, মে ১৯, ২০১৯
পিএম/আরআইএস/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।