ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নগরভবন থেকে ডিজিটাল স্ক্রিনে নিয়ন্ত্রণ হবে বাজারদর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২০, মে ৯, ২০১৯
নগরভবন থেকে ডিজিটাল স্ক্রিনে নিয়ন্ত্রণ হবে বাজারদর কাঁচাবাজার পরিদর্শন করছেন মেয়র সাঈদ খোকন/ছবি: জিএম মুজিবুর

ঢাকা: ডিজিটাল করা হচ্ছে বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাজারগুলোতে বসানো হবে ডিজিটাল মূল্য তালিকার বোর্ড। 

বৃহস্পতিবার (৯ মে) সকালে রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা জানান ডিএসসিসি মেয়র সাঈদ খোকন।  

মেয়র বলেন, আমাদের ২১টি কাঁচাবাজার রয়েছে, যেখানে প্রতিদিন ঘুরে ঘুরে মূল্য তালিকা হালনাগাদ করা খুব কষ্টসাধ্য।

আবার অনেক সময়ই আমাদের লোকেরা চলে গেলে ব্যবসায়ীরা মূল্য তালিকা সরিয়ে ফেলেন। বাজার পরিদর্শনে মেয়র সাঈদ খোকন/ছবি: জিএম মুজিবুর তাই আমরা নগর ভবন থেকেই যেন মূল্য তালিকা হালনাগাদ করতে পারি তার জন্য একে ডিজিটাল করছি। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বাজারগুলোতে ডিজিটাল স্ক্রিন বোর্ড বসবে। সেখানে প্রতিদিনের মূল্য তালিকা নগর ভবন থেকেই দেওয়া হবে।  

এবারের রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রক্ষমতার মধ্যে আছে দাবি করে সাঈদ খোকন বলেন, এবারের রমজানে বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আছে। কিছু কিছু পণ্যের দাম যেমন: চিনি, সয়াবিন তেল আগের রমজানের থেকেও কম রয়েছে। তবে গরুর মাংসের দাম আগের সময়ের থেকে বেশি; আমাদের স্বীকার করতেই হচ্ছে। বাজার পরিদর্শনে মেয়র সাঈদ খোকন/ছবি: জিএম মুজিবুরএরজন্য গাবতলীর চাঁদাবাজিকে দায়ী করছেন ব্যবসায়ীরা। আমরা সেটিও বন্ধের জন্য সংশ্লিষ্টদের নিয়ে কাজ করবো। আশা করি এটা বন্ধ হলে মাংসের দাম কমবে।  

সিটি করপোরেশনের লোকজন চলে গেলে বাজারের ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দেন এমন বিষয় সম্পর্কে নিজেদের 'অবগত' আছেন বলে জানান মেয়র খোকন। আর এমনটা বন্ধ করতে মনিটরিং আরও জোরদার এবং আইনের কঠোর প্রয়োগ করা হবে বলেও জানান তিনি।  

এসময় ডিএসসিসি, জাতীয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, মে ০৯, ২০১৯
এসএইচএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।