বৃহস্পতিবার (৯ মে) সকালে রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা জানান ডিএসসিসি মেয়র সাঈদ খোকন।
মেয়র বলেন, আমাদের ২১টি কাঁচাবাজার রয়েছে, যেখানে প্রতিদিন ঘুরে ঘুরে মূল্য তালিকা হালনাগাদ করা খুব কষ্টসাধ্য।

এবারের রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রক্ষমতার মধ্যে আছে দাবি করে সাঈদ খোকন বলেন, এবারের রমজানে বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আছে। কিছু কিছু পণ্যের দাম যেমন: চিনি, সয়াবিন তেল আগের রমজানের থেকেও কম রয়েছে। তবে গরুর মাংসের দাম আগের সময়ের থেকে বেশি; আমাদের স্বীকার করতেই হচ্ছে। এরজন্য গাবতলীর চাঁদাবাজিকে দায়ী করছেন ব্যবসায়ীরা। আমরা সেটিও বন্ধের জন্য সংশ্লিষ্টদের নিয়ে কাজ করবো। আশা করি এটা বন্ধ হলে মাংসের দাম কমবে।
সিটি করপোরেশনের লোকজন চলে গেলে বাজারের ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দেন এমন বিষয় সম্পর্কে নিজেদের 'অবগত' আছেন বলে জানান মেয়র খোকন। আর এমনটা বন্ধ করতে মনিটরিং আরও জোরদার এবং আইনের কঠোর প্রয়োগ করা হবে বলেও জানান তিনি।
এসময় ডিএসসিসি, জাতীয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, মে ০৯, ২০১৯
এসএইচএস/এএ