ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মিরপুরে খেলার সময় বাসচাপায় শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৫০, মে ৯, ২০১৯
মিরপুরে খেলার সময় বাসচাপায় শিশুর মৃত্যু প্রতীকী

ঢাকা: রাজধানীর মিরপুর পাইকপাড়া স্টাফ কোয়ার্টার এলাকায় বাসচাপায় আলিফ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (০৮ মে) দিনগত রাত ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। ময়না তদন্তের জন্য শিশুটির মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহত শিশু ফরিদপুর সদর উপজেলার পোশাক শ্রমিক শাহিন মিয়ার ছেলে। এক ছেলে এক মেয়ের মধ্যে সে ছিল বড়। শিশুটি পরিবারের সঙ্গে মিরপুর পাইকপাড়া স্টাফ কোয়ার্টার এলাকায় থাকতো।

নিহতের মামা সিরাজ হাওলাদার জানান, বাসার সামনে রাস্তার পাশে একটি মাঠে খেলা করছিল আলিফ। তখন মাঠে বাস চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছিলো। এ সময় বাসটি মাঠে থাকা আলিফকে চাপা দেয়। দ্রুত তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই এলাকাবাসী ঘাতক বাসটিকে ভাঙচুর করে এবং কিছু সময় ধরে বিক্ষোভ করে। ঘটনাস্থলে আমরা অবস্থান করছি। বাসটিকে জব্দ করা হলেও এর চালক পালিয়েছে।

বাসের চালক বাসটিকে চালাচ্ছিল না অন্য কেউ সে বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি বলেও জানান ওসি দাদন ফকির।

বাংলাদেশ সময়: ০০৪৯ ঘণ্টা, মে ০৯, ২০১৯
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।