ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কালের কণ্ঠ থার্ড ন্যাশনাল স্পেস কার্নিভাল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০০, মে ৯, ২০১৯
কালের কণ্ঠ থার্ড ন্যাশনাল স্পেস কার্নিভাল অনুষ্ঠিত কালের কণ্ঠ থার্ড ন্যাশনাল স্পেস কার্নিভাল অনুষ্ঠিত

ঢাকা: ইয়ুথপ্রেনার নেটওয়ার্ক ও সত্যেন বোস বিজ্ঞান ক্লাব এবং বুয়েটের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘কালের কণ্ঠ থার্ড ন্যাশনাল স্পেস কার্নিভাল ২০১৮’ এর জাতীয় পর্ব ।

সম্প্রতি দিনব্যাপী এ কার্নিভালের আয়োজন করা হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। কার্নিভালের জাতীয় পর্বের প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করে প্রায় ৮০০ প্রতিযোগী।

স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় মিলিয়ে সর্বমোট পাঁচটি ক্যাটাগরিতে অংশ নিয়ে নয়টি সেগমেন্টে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিযোগীরা। রেজিস্ট্রেশন করা প্রতিযোগী ছাড়াও সারাদেশ থেকে বাছাই করা বিভাগীয় বিজয়ীরাও অংশ নেয় এ কার্নিভালে।  

কার্নিভালের মূল সেগমেন্টে থার্ড বাংলাদেশ স্পেস অলিম্পিয়াড ২০১৮ ছাড়াও আরও ছিল স্পেস কুইজ, স্পেস ডিবেট, দেয়াল পত্রিকা, চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা, উপস্থিত গল্প লেখাসহ নানা আয়োজন।

উৎসবমুখর পরিবেশে কার্নিভালের মূল আকর্ষণ ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল রোভার টিম ইন্টারপ্লানেটারের পক্ষ থেকে বিশেষ রোভার প্রদর্শনী। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।   

পুরস্কার বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাস্ট্রোনোমিকাল সোসাইটির সভাপতি ড. রেজাউর রহমান স্যার। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন সত্যেন বোস, বুয়েটের সম্মানিত মডারেটর ও বুয়েট পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জীবন পোদ্দার স্যার, বুয়েটের সভাপতি অর্ঘ্য চ্যাটারজী জনি, ইয়ুথপ্রেনার নেটওয়ার্কের সভাপতি খন্দকার আবদুল্লাহ আল তাহমীদ ও সাধারণ সম্পাদক বিভোর ফারুক আদৃত।  

বিশেষ অতিথির বক্তব্যে জীবন পোদ্দার স্যার আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন এবং প্রতিযোগীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।  

কার্নিভালে মিডিয়া পার্টনার হিসেবে ছিল ডেইলি সান, রোর বাংলা ও বাংলানিউজটোয়েন্টিফোর.কম । পৃষ্ঠপোষকতা করেছে অন্যরকম বিজ্ঞানবাক্স । ডিজিটাল পার্টনার হিসেবে ছিল বেঙ্গল বিটস ।  

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মে ০৮, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।