ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রবীন্দ্র জন্মোৎসবে পতিসরে চলছে নানা আয়োজন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৮, মে ৮, ২০১৯
রবীন্দ্র জন্মোৎসবে পতিসরে চলছে নানা আয়োজন পতিসরে চলছে নানা আয়োজন

নওগাঁ: নিজস্ব জমিদারি কালীগ্রামের পতিসর কাছারি বাড়িতে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মোৎসব।

বুধবার (৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠান মালার উদ্বোধন করেন উৎসবের প্রধান আলোচক ইসরাফিল আলম এমপি।
 
প্রথম পর্বে দেবেন্দ্র মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এতে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য আরমা দত্ত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. খন্দকার নাসির উদ্দীন, বাংলা একাডেমীর সাবেক মহা পরিচালক প্রফেসর সামসুজ্জামান খাঁন, নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন আলোচনায় অংশ নেন।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁর জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। এছাড়া অনুষ্ঠানে রবীন্দ্র গবেষক, সাহিত্যিক শিল্পীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।
 
অনুষ্ঠানে যোগ দিয়ে আলোচকরা কবি গুরুর জীবনী ও সৃষ্টিকর্ম তুলে ধরেন। বর্তমান সমাজ ব্যবস্থায় রবীন্দ্রনাথের সাহিত্য-দর্শনের গুরুত্ব তুলে ধরেন তারা।
 
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে।
 
কবির জন্মোৎসব উপলক্ষে সর্বসাধারনের জন্য কাছারি বাড়ি উন্মুক্ত রাখা হয়েছে। এছাড়া পতিসরে বসেছে গ্রামীনমেলা।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, মে ০৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।