বুধবার (৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠান মালার উদ্বোধন করেন উৎসবের প্রধান আলোচক ইসরাফিল আলম এমপি।
প্রথম পর্বে দেবেন্দ্র মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁর জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। এছাড়া অনুষ্ঠানে রবীন্দ্র গবেষক, সাহিত্যিক শিল্পীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।
অনুষ্ঠানে যোগ দিয়ে আলোচকরা কবি গুরুর জীবনী ও সৃষ্টিকর্ম তুলে ধরেন। বর্তমান সমাজ ব্যবস্থায় রবীন্দ্রনাথের সাহিত্য-দর্শনের গুরুত্ব তুলে ধরেন তারা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে।
কবির জন্মোৎসব উপলক্ষে সর্বসাধারনের জন্য কাছারি বাড়ি উন্মুক্ত রাখা হয়েছে। এছাড়া পতিসরে বসেছে গ্রামীনমেলা।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, মে ০৮, ২০১৯
আরএ