বুধবার (০৮ মে) দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, তেরকান্দা গ্রামের নজু মিয়া ও ফুজু মেম্বারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। দুপুরে ওই জমিতে নজু মিয়ার লোকজন ধান কাটতে গেলে ফুজু মেম্বারের লোকজন বাধা দেয়। এরপর উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ৩০ জন আহত হন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূইয়া বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৪০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আবারও সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, মে ০৮, ২০১৯
এনটি