বুধবার (০৯ মে) শেরে বাংলানগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে সাক্ষাৎকালে একথা বলেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত।
হ্যারি ভারওয়েজ বলেন, উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে নেদারল্যান্ডস।
এসময় ‘বাংলাদেশে ব্যবসা করা কঠিন’ মন্তব্য করে অবকাঠামোগত সুবিধা, গ্যাস ও বিদ্যুৎ সেবা সহজ করার দাবি জানান নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘ইজ অব ডুয়িং বিসনেস’ আরও সহজ করা হবে। ইতোমধ্যে আমরা পদক্ষেপ নিয়েছি। বিদ্যুৎ ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করছে সরকার। দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে।
রাস্তাঘাট উন্নয়ন ও সহজে গ্যাস-বিদ্যুৎ পেলে ব্যবসা আরও সহজ হবে বলে রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন পরিকল্পনামন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মে ০৮, ২০১৯
এমআইএস/একে