ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শিক্ষাসহ নানা ক্ষেত্রে পাশে থাকবে নেদারল্যান্ডস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪২, মে ৮, ২০১৯
শিক্ষাসহ নানা ক্ষেত্রে পাশে থাকবে নেদারল্যান্ডস পরিকল্পনামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত। ছবি: বাংলানিউজ

ঢাকা: শিক্ষাসহ বিভিন্ন খাতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে নেদারল্যান্ডস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে এদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভারওয়েজ।

বুধবার (০৯ মে) শেরে বাংলানগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে সাক্ষাৎকালে একথা বলেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত।

হ্যারি ভারওয়েজ বলেন, উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে নেদারল্যান্ডস।

শুধু শিক্ষায় নয়, অন্য ক্ষেত্রেও বাংলাদেশের পাশে থাকবে আমার দেশ। বাংলাদেশে বিভিন্ন ধরনের ব্যবসায় বিনিয়োগ করবে নেদারল্যান্ডস।

এসময় ‘বাংলাদেশে ব্যবসা করা কঠিন’ মন্তব্য করে অবকাঠামোগত সুবিধা, গ্যাস ও বিদ্যুৎ সেবা সহজ করার দাবি জানান নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘ইজ অব ডুয়িং বিসনেস’ আরও সহজ করা হবে। ইতোমধ্যে আমরা পদক্ষেপ নিয়েছি। বিদ্যুৎ ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করছে সরকার। দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে।

রাস্তাঘাট উন্নয়ন ও সহজে গ্যাস-বিদ্যুৎ পেলে ব্যবসা আরও সহজ হবে বলে রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন পরিকল্পনামন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মে ০৮, ২০১৯
এমআইএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।