বুধবার (৮ মে) সকালে উপজেলার ভোঙ্গাবাড়ি এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনে এ ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সুব্রত দাস বাংলানিউজকে জানান, উপজেলার ভোঙ্গাবাড়ি এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনে কাটা পড়ে এক যুবক ঘটনাস্থলেই মারা গেছেন।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। তার পড়নে চেক লুঙ্গি রয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান এসআই সুব্রত দাস।
বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, মে ৮, ২০১৯
আরএস/ওএইচ/