বুধবার (০৮ মে) দুপুরে ওই এলাকায় একটি নদীর পাড় থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, সকালে বান্দাবাড়ী এলাকায় নদীর পাড়ে একটি কঙ্কাল দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।
তিনি আরও জানান, গত ৩০ এপ্রিল কবিরাজ বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হন বান্দাবাড়ী এলাকার মৃত আনার আলীর স্ত্রী জরিনা বেগম (৬৫)। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তার স্বজনরা গত ২ মে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। কঙ্কালটির পাশে থাকা জামা-কাপড় দেখে সেগুলো নিখোঁজ ওই বৃদ্ধার বলে জানিয়েছেন তারা। তবে পুলিশের সন্দেহ ৮/১০ দিন আগে কেউ মারা গেলে কঙ্কাল হওয়ার কথা নয়।
ঘটনাটি সন্দেহজনক। কঙ্কালটি মর্গে পাঠানো হবে। সেটি নিখোঁজ হওয়া ওই বৃদ্ধার কি-না তা এখনই বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান এসআই মনিরুজ্জামান।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মে ৮, ২০১৯
আরএস/ওএইচ/