আর্ল রবার্ট মিলার।
ঢাকা: রমজান মাস উপলক্ষে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।
মঙ্গলবার (০৭ মে) ঢাকার মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে আর্ল রবার্ট মিলার বলেন, আমেরিকানবাসী ও যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষ থেকে, আমি বাংলাদেশিদের জন্য একটি শান্তিপূর্ণ এবং সুখময় রমজান কামনা করছি।
যেহেতু সারাবিশ্ব এই পবিত্র মাস উদযাপন করে থাকে, আমি মনে করি আমরা বিশ্বব্যাপী একই সম্প্রদায়। যার যেই ধর্মই থাকুক না কেন, এই পবিত্র সময়ে প্রত্যেককে সম্মান-মর্যাদা ও মূল্য দেওয়ার জন্য আমাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয় । রমজান মোবারক!
বাংলাদেশ সময়: ০২০২ ঘণ্টা, মে ০৮, ২০১৯
টিআর/এএটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।