ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ডেমরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৮, মে ৮, ২০১৯
ডেমরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু 

ঢাকা: রাজধানীর ডেমরার হাজীনগর এলাকায় সৌর বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল-আমিন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। 

মঙ্গলবার (৭ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আল-আমিনের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়।

বর্তমানে তিনি সাভার এলাকায় থাকতেন।

আহতরা হলেন- আজিজুল হক (২৫), রফিকুল ইসলাম (২২) ও মনির হোসেন (২৩)। এরা সবাই রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আরডিএফ) কর্মচারী।

ওই কোম্পানির কর্মকর্তা মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, তারা কোম্পানি থেকে ডেমরা হাজীনগর ছাপড়া মসজিদ এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটিতে সৌর বিদ্যুতের কাজ করছিলেন। এসময় তাদের হাতে থাকা একটি পাইপ বিদ্যুতের তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজন আহত হন।  

পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আল-আমিনকে মৃত ঘোষণা করেন।  

ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহতদের অবস্থা গুরুতর নয়।  

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, মে ০৭, ২০১৯
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।