নারায়ণগঞ্জ: খাবারে মূল্য তালিকা না থাকায় ও ইফতার ঢেকে না রাখায় নারায়ণঞ্জে তিন খাবার হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৭ মে) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা বারিকের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, পবিত্র রমজানে স্বাস্থ্যসম্মত খাবার তৈরিসহ গুণগত মান বজায় রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মনিটরিংকল্পে শহরের খাবার হোটেলগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।
এসময় খাবারে মূল্য তালিকা না থাকায় ও ইফতার ঢেকে না রাখায় শহরের সুগন্ধা প্লাসকে ২০ হাজার টাকা, বৈশাখী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা ও সুমাইয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, মে ০৭, ২০১৯
আরবি/
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।