ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

হবিগঞ্জে ৩ মাসে ১ কোটি ২৪ লাখ টাকার চোরাই মাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২১, মে ৮, ২০১৯
হবিগঞ্জে ৩ মাসে ১ কোটি ২৪ লাখ টাকার চোরাই মাল জব্দ

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় ভারতীয় সীমান্তে টহল জোরদার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। গেল ৩ মাসে ওই দুই এলাকা থেকে এক কোটি ২৪ লাখ ৩৯ হাজার ৩৮৭ টাকার চোরাই মাল জব্দ করা হয়েছে। এসময়ে ১১ মাদক পাচারকারী ও চোরাকারবারীকে গ্রেফতারও করা হয়েছে।

মঙ্গলবার (৭ মে) ৫৫ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম জাহিদুর রশীদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলে, গত ১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অভিযানকালে এক হাজার ৭০৫ বোতল ভারতীয় মদ, ৯৬০ কেজি ভারতীয় গাঁজা, এক হাজার ৯৫ পিস ইয়াবা, ২২০ বোতল ভারতীয় বিয়ার, ৪৮০ বোতল ভারতীয় ফেনসিডিল, দুই হাজার ৭২৩ কেজি ভারতীয় চা পাতা, এক হাজার ৭৫০ পিস ভারতীয় চশমা, আটটি ভারতীয় বাইসাইকেল, ৩৫০ কেজি বাংলাদেশি রাবার ও এক হাজার পিস ভারতীয় আতশবাজি জব্দ করা হয়েছে।

এসবের আনুমানিক বাজার মূল্য এক কোটি ২৪ লাখ ৩৯ হাজার ৩৮৭ টাকা বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, মে ০৭, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।