ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বিএসটিআইর অভিযান, ১০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৭, মে ৭, ২০১৯
বিএসটিআইর অভিযান, ১০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

ঢাকা: লাইসেন্স গ্রহণ না করে পণ্য উৎপাদন, বাজারজাত করা এবং ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ১০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে জাতীয় নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

মঙ্গলবার (৭ মে) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ মামলা দায়ের করা হয়।  
 
আইন অমান্য করে লাইসেন্স ছাড়া মুড়ি, আইসক্রিম, মুগডাল, চিড়া ভাজা, ডালভাজা, ফুলক্রিম মিল্ক পাউডার, পাউরুটি, বিস্কুট, ম্যাংগো জুস (আমদানি করা), ফার্মেন্টেড মিল্ক (দই) উৎপাদন, আমদানি ও বাজারজাত করার অপরাধে মতিঝিলের অলিম্পিয়া বেকারি অ্যান্ড কনফেকশনারি, মিউচ্যুয়াল ডিপার্টমেন্টাল স্টোর, ডিসেন্ট পেস্ট্রি শপ, নিউ ইউসুফ বেকারি, শাহজাহানপুরের বাবুল ডিপার্টমেন্টাল সুইটস অ্যান্ড বেকারি, বনানীর গ্রিনল্যান্ড সার্ভিসেস লিমিটেডের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।

 
 
এছাড়া কাপড় মাপার ক্ষেত্রে মিটারের পরিবর্তে গজকাঠি ব্যবহার  করায় গুলিস্তান এলাকার মেসার্স জাহাঙ্গীর এন্টারপ্রাইজ ও মেসার্স নিউ ব্র্যান্ড   শপের বিরুদ্ধে দু’টি, কাপ্তান বাজার এলাকার মেসার্স সুমাইয়া জেনারেল স্টোরে জিরা পণ্যের লেবেলে ওজন, মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের   তারিখ উল্লেখ না করায় এবং মেসার্স শামীম পেইন্ট হাউজডিয়ার ব্র্যান্ডের তারপিন তেল পণ্যের গায়ে ওজন, মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মে ০৭, ২০১৯
এসএমএকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।