কথা বলতে না পারা কঙ্কালসার শিশুটি ২৫ এপ্রিল রাত থেকে সদর হাসপাতালের কার্ডিয়াক বিভাগের ৬ নম্বর বেডে রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ২৫ এপ্রিল রাতে সুন্দরঘোনা গ্রামের এমএম আহসান আলী নামের এক ব্যক্তি শিশুটিকে হাসপাতালে ভর্তি করে দেয়।
রোববার (৫ মে) বিকেলে হাসপাতালে গিয়ে দেখা যায়- কঙ্কালসার শিশুটির শরীরে স্যালাইন চলছে। পাশের শয্যার রোগীর স্বজনরা ওকে গোসল করিয়েছে এবং কিছু কিছু নরম খাবার খাওয়ানোর চেষ্টা করেছেন।
এমএম আহসান আলী বলেন, ২৫ এপ্রিল রাতে খানজাহান আলীর (রহ.) মাজারের ভেতরের পূর্বপাশের ছোট একটি রাস্তার পাশে চকির উপর শিশুটিকে দেখতে পাই। অনেক লোক শিশুটিকে ঘিরে ছিল। ঘটনাস্থলে অনেক লোক থাকলেও প্রতিবন্ধী শিশুটির দায়িত্ব কেউ নিতে চায়নি। পরে আমি উপস্থিত সবার সম্মতিতে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসি, এখানে চিকিৎসার জন্য ভর্তি করে দেই। তারপর থেকে নিয়মিত খোঁজ খবর নিচ্ছি।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন বলেন, সদর হাসপাতালে অজ্ঞাত শিশুটির বিষয়ে জানার পর থেকে বিভিন্নভাবে খোঁজ খবর নেয়া হচ্ছে। সবাই মিলে ওর অভিভাবকদের খোঁজার চেষ্টা করা হচ্ছে। এছাড়া কেউ যদি শিশুটির পরিচয় জানেন তাকে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, মে ০৫, ২০১৯
আরএ