রোববার (৫ মে) সকালে উপজেলার পূর্ব কালাইয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রাফিয়া একই গ্রামের জামাল খানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব কালাইয়া গ্রামে রোড রোলার দিয়ে রাস্তার কার্পেটিংয়ের কাজ চলছিলো। সেসময় এ কাজ দেখতে আসে গ্রামের কয়েকটি শিশু। রোলারটি সামনে থেকে পেছনের দিকে যাওয়া সময় চালকের অসাবধানতায় চাপা পড়ে ঘটনাস্থলেই রাফিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজ রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঘাতক রোলারটি আটক করা গেলেও চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় এখনো কোনো মামলা করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, মে ০৫, ২০১৯
এসআরএস