নিহত নুরী খাতুন উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চরদিয়াড় গ্রামের ওহিদুল ইসলামের স্ত্রী।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, নুরী খাতুন সন্তানকে সঙ্গে নিয়ে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের আল্লারদর্গা বাজারে রাস্তা পার হচ্ছিলেন।
এ ঘটনার পর আল্লারদর্গা বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়ন্তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। মাইক্রোবাসটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, মে ০৫, ২০১৯
আরএ