ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গণমাধ্যমের জন্যেই প্রজনন স্বাস্থ্যসেবার তথ্য পান মানুষ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৬, মে ৫, ২০১৯
গণমাধ্যমের জন্যেই প্রজনন স্বাস্থ্যসেবার তথ্য পান মানুষ কর্মশালায় বক্তব্য রাখছেন পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. নাসিম আখতার এরিনা। ছবি: বাংলানিউজ

রাজশাহী: পরিবার পরিকল্পনা কার্যক্রম তরান্বিত করতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। গণমাধ্যমের কারণেই প্রজনন স্বাস্থ্যসেবার তথ্য সাধারণ মানুষের কাছে দ্রুত পৌঁছে যায়। তাই জনসংখ্যা নিয়ন্ত্রণ ও প্রজনন স্বাস্থসেবা সম্পর্কে মানুষকে আরও বেশি সচেতন করতে গণমাধ্যমকর্মীদের এগিয়ে আসতে হবে।

রোববার (০৫ মে) দিনব্যাপী রাজশাহী পরিবার পরিকল্পনা কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক অবহিতকরণ কর্মশালায় বক্তারা এই অভিমত প্রকাশ করেন।

কর্মশালায় জানানো হয়, রাজশাহী জেলায় মোট সক্ষম দম্পতির সংখ্যা ৬ লাখ ১৩ হাজার ২১০ জন।

এর মধ্যে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করেছেন ৫ লাখ ৪ হাজার ২০৫ জন। পদ্ধতি গ্রহণের হার ৮২ দশমিক ২২ শতাংশ। আর বড় সাফল্য হচ্ছে ২০১৮ সালে রাজশাহীতে মাতৃমৃত্যুর হার শূন্যে নামিয়ে আনা সম্ভব হয়েছে।  

একইভাবে শূন্যের কোঠায় রয়েছে নবজাতক মৃত্যুর হার। জেলায় মোট ৪৫টি পরিবার কল্যাণ কেন্দ্রের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে। আর ২৪ ঘণ্টা ৭দিন পরিবার কল্যাণকেন্দ্রে সংখ্যা রয়েছে ২৭টি। এছাড়া ২৩২টি কমিউনিটি ক্লিনিক ও ৩১৬টি স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে প্রজনন স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।

এতে মূল বক্তব্য তুলে ধরেন পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. নাসিম আখতার এরিনা।

সভাপতিত্ব করেন, সহকারী পরিচালক তাসিকুল হক। এছাড়া বক্তব্য রাখেন ক্লিনিকাল কনট্রাসেপ্টিভ মেডিকেল কর্মকর্তা ডা. আবদুল মান্নান এবং মা ও শিশু কল্যাণকেন্দ্রের মেডিকেল কর্মকর্তা ডা. আহসানুল ইসলাম।

কর্মশালায় জনসচেতনতার লক্ষ্যে পরিবার পরিকল্পনা অধিদফতরের আইই, আইইসি অপারেশনাল প্ল্যানের আওতায় পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিয়ে, কৈশরে গর্ভধারণ প্রতিরোধ, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য,পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ন বিষয়ে জনসচেতনতা বাড়ানোর জন্য তাগিদ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মে ০৫, ২০১৯
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।