ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ধলেশ্বরীতে সাড়ে ১৩ কোটি টাকার কারেন্ট জাল ধ্বংস 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৪, মে ৫, ২০১৯
ধলেশ্বরীতে সাড়ে ১৩ কোটি টাকার কারেন্ট জাল ধ্বংস  জব্দকৃত জাল। ছবি: বাংলানিউজ

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীর তীরে ১৩ কোটি ৫০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। 

রোববার (৫ মে) দুপুরে সদরের মুক্তারপুর এলাকার মো. আসলাম ফকিরের (৪২) কারখানা ও বাড়িতে অভিযান চালিয়ে ৯০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।  
এসময় মুক্তারপুর এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে কারখানার মালিক মো. আসলাম ফকিরকে আটক করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আহম্মেদ জানান, বেলা ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মুক্তারপুর এলাকার আসলাম এর কারখানা ও বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৯০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ধলেশ্বরী নদীর তীরে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।  

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, মে ০৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।