ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঝালকাঠিতে কোচিং সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৪, মে ৫, ২০১৯
ঝালকাঠিতে কোচিং সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ঝালকাঠি: ঝালকাঠি শহরে অভিযান চালিয়ে একটি কোচিং সেন্টার বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (৫ মে) দুপুরে পৌর শহরের হোগলাপট্টি এলাকার তাহমিনা কোচিং সেন্টারটি সিলগালা করে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝালকাঠির সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন্নেছা বেগম এ অভিযান পরিচালনা করেন।

 

এসময় ভবিষ্যতে কোচিং সেন্টার পরিচালনা করবেন না বলে এর পরিচালক শিক্ষক দম্পতি নুরুল ইসলাম ও তাহমিনা বেগম মুচলেকা দেন।

লুৎফুন্নেছা বেগম বলেন, সরকারি নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা করে আসছিলেন শিক্ষক দম্পতি। তারা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোচিং সেন্টারে পড়াতেন। খবর পেয়ে দুপুরে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। এসময় শিক্ষার্থীদের পড়ানো অবস্থায় ওই দুই শিক্ষককে পাওয়া যায়। পরে তাদের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, মে ০৫, ২০১৯
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।