ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সমৃদ্ধ দেশ বিনির্মাণে উন্নয়নের গুণগতমান বাড়াতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩২, মে ৫, ২০১৯
সমৃদ্ধ দেশ বিনির্মাণে উন্নয়নের গুণগতমান বাড়াতে হবে

ঢাকা: সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে উন্নয়নের গুণগতমান বাড়াতে হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। 

তিনি বলেন, আমরা কাজের গুণগত মান নিশ্চিতসহ রাষ্ট্রকে সাশ্রয়ী করতে অপ্রয়োজনীয় ব্যয় পরিহার করতে চাই। একইসঙ্গে অবৈধ হস্তক্ষেপের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

রোববার (৫ মে) রাজধানীর সেগুনবাগিচায় গণপূর্ত অধিদফতরের সম্মেলন কক্ষে গণপূর্ত অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বলেন, আমরা শুধু উন্নয়নের কথা এখন বলতে চাই না। বলতে চাই, টেকসই উন্নয়নের কথা। কোনোভাবেই যেন একটি সৃষ্টি বিপন্নতার দিকে চলে না যায়। গণপূর্ত বিভাগের একজন প্রকৌশলী বা নির্মাণ কাজে সম্পৃক্তদের আন্তরিকতা, স্বচ্ছতা, সততা আর নিষ্ঠার দ্বারা কাজ না হলে সে কাজের ক্ষতি হবে সুদূরপ্রসারী। ফলে দায়-দায়িত্বের জায়গা আমাদের কঠিন ও কঠোরভাবে মনে-প্রাণে বোধ করতে হবে।

তিনি বলেন, দরিদ্র, নিম্ন-মধ্যবিত্ত, মধ্যবিত্ত, বিপন্ন ও তৃণমূল জনগোষ্ঠীর প্রতি দায়বদ্ধতার কথা আমাদের মনে রাখতে হবে। যাদের ত্যাগে, শ্রমে ও অর্থে আজ আমরা এখানে এসেছি, আমাদের সবচেয়ে বড় দায় তাদের জন্য। আর তাদের জন্য দায়ের জায়গায়টি হচ্ছে, বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ করে গড়ার জন্য আমাদের কাজ করতে হবে।

গণপূর্ত অধিদফতরের কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, দেশের বড় ধরনের উন্নয়নে চালিকা শক্তি বা ক্যাপ্টেন আপনারা। সে কারণে আপনাদের দায়বদ্ধতা অনেক বেশি। গণপূর্ত অধিদফতরের কাজের সঙ্গে রাষ্ট্র ব্যবস্থার সবাই সম্পৃক্ত। তাই আপনাদের কাজের পরিসর আরও বাড়াতে হবে, বাড়াতে হবে গুণগত মানের। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মাত্র ১৩ মাসে ২০তলা ভবন পুরোপুরিভাবে সম্পন্ন করার কৃতিত্ব যারা নিতে পারেন, তাদের কেন ছোটখাটো বিষয়ে বদনামের বোঝা নিতে হবে। আপনারা প্রমাণ করেছেন, আপনাদের যোগ্যতা, দক্ষতা অনেকের চেয়ে বেশি। সেই দক্ষতা, যোগ্যতার বিস্তার কেন হবে না। সেটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকবে না।

কর্মকর্তা-কর্মচারীদের কাজের ওপর অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ করার বাজে সংস্কৃতি আমাদের দেশে চালু হয়ে গেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমি যতোদিন এ মন্ত্রণালয়ের মন্ত্রী আছি, এ হস্তক্ষেপ যে যেখানে করবে, সে সফল হতে পারবে না। আপনারা মাথা নোয়াবেন না। মেরুদণ্ড সোজা করে আপনারা দায়িত্ব পালন করবেন। সরকারের চেয়ে প্রভাবশালী দেশে কেউ না।

গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী সাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার।  

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আখতার হোসেন ও ড. আফজাল হোসেন এবং গণপূর্ত অধিদফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, মে ০৫, ২০১৯
জিসিজি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।