রোববার (০৫ মে) দুপুরে উপজেলার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকার হাজী ইসলাম উদ্দিন স্টিল অ্যান্ড রি-রোলিং মিলে এ দুর্ঘটনা ঘটে।
কারখানার সুপারভাইজার স্বপন মিয়া বাংলানিউজকে বলেন, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে একটি ক্রেনের তার ছিঁড়ে পড়ে।
আহতরা হলেন- সোহেল, আব্দুর রহমান, ফারুক, পলাশ, নজরুল ও আলম।
এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় সোহেল, আব্দুর রহমান, ফারুক ও পলাশকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় স্টিল মিলের সুপারভাইজার স্বপন ও সিকিউরিটি ইনচার্জ শাহজাহানকে আটক করেছে পুলিশ।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রফিকুল হক বাংলানিউজকে বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মে ০৫, ২০১৯
একে