ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রূপগঞ্জে স্টিল মিলে দুর্ঘটনায় ৬ শ্রমিক দগ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৭, মে ৫, ২০১৯
রূপগঞ্জে স্টিল মিলে দুর্ঘটনায় ৬ শ্রমিক দগ্ধ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ফটো

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্টিল কারখানার ক্রেনের তার ছিঁড়ে তরল লোহায় দগ্ধ হয়েছেন ছয় শ্রমিক। 

রোববার (০৫ মে) দুপুরে উপজেলার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকার হাজী ইসলাম উদ্দিন স্টিল অ্যান্ড রি-রোলিং মিলে এ দুর্ঘটনা ঘটে।

কারখানার সুপারভাইজার স্বপন মিয়া বাংলানিউজকে বলেন, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে একটি ক্রেনের তার ছিঁড়ে পড়ে।

এসময় তরল লোহা ছড়িয়ে তা থেকে আগুন ধরে যায়। এতে ছয় শ্রমিক দগ্ধ হন।  

আহতরা হলেন- সোহেল, আব্দুর রহমান, ফারুক, পলাশ, নজরুল ও আলম।

এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় সোহেল, আব্দুর রহমান, ফারুক ও পলাশকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এ ঘটনায় স্টিল মিলের সুপারভাইজার স্বপন ও সিকিউরিটি ইনচার্জ শাহজাহানকে আটক করেছে পুলিশ।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রফিকুল হক বাংলানিউজকে বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মে ০৫, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।