রোববার (৫ মে) দুপুরে কালীগঞ্জ থানায় তারা হাজির হয়ে আত্মসমর্পণ করেন। রুবেল হোসেন ওই উপজেলার খয়েরতলা গ্রামের মন্টু বিশ্বাসের ছেলে এবং সজল একই গ্রামের ঝন্টু বিশ্বাসের ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী বাংলানিউজকে জানান, রুবেলের নামে ঝিনাইদহ জেলার বিভিন্ন থানায় মাদক ও মারামারিসহ ৯টি মামলা রয়েছে এবং সজলের নামে ৩টি মাদক মামলা রয়েছে।
তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে থানায় এসে আত্মসমর্পণ করেছেন। রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মে ০৫, ২০১৯
আরএ