ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কালীগঞ্জে দুই মাদকবিক্রেতার আত্মসমর্পণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪১, মে ৫, ২০১৯
কালীগঞ্জে দুই মাদকবিক্রেতার আত্মসমর্পণ আত্মসমর্পণকারী ২ মাদকবিক্রেতা। ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে রুবেল হোসেন (২৬) ও সজল হোসেন (২৭) নামের দুই মাদকবিক্রেতা আত্মসমর্পণ করেছেন।

রোববার (৫ মে) দুপুরে কালীগঞ্জ থানায় তারা হাজির হয়ে আত্মসমর্পণ করেন। রুবেল হোসেন ওই উপজেলার খয়েরতলা গ্রামের মন্টু বিশ্বাসের ছেলে এবং সজল একই গ্রামের ঝন্টু বিশ্বাসের ছেলে।

দু’জনেই মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
 
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী বাংলানিউজকে জানান, রুবেলের নামে ঝিনাইদহ জেলার বিভিন্ন থানায় মাদক ও মারামারিসহ ৯টি মামলা রয়েছে এবং সজলের নামে ৩টি মাদক মামলা রয়েছে।  

তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে থানায় এসে আত্মসমর্পণ করেছেন। রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মে ০৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।