ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

প্রধানমন্ত্রী সব সময়ই উপকূল নিয়ে ভাবেন: জাহিদ ফারুক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৭, মে ৫, ২০১৯
প্রধানমন্ত্রী সব সময়ই উপকূল নিয়ে ভাবেন: জাহিদ ফারুক

পটুয়াখালী: পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ ফারুক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময়ই উপকূল নিয়ে ভাবেন।

রোববার (০৫ মে) সকাল ১০টার দিকে ঘূর্ণিঝড় ফণী’র কারণে ক্ষতিগ্রস্ত পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলার ৪নং দেউলি সুবিদখালী ইউনিয়নে বেড়িবাঁধ পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করতে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শুধু দুর্যোগের সময় নয়, সারাদেশের সঙ্গে উপকূলকে এগিয়ে নিতে এসব এলাকায় বড় বড় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

তাই এসব এলাকার মানুষের জন্য টেকসই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ করা হচ্ছে।  

এরপর তিনি কলাপাড়া উপজেলার কয়েকটি জায়গায় বেড়িবাঁধ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন- জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মামুনুর রশীদ, পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকতা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, মির্জাগঞ্জ ও কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মে ০৫, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।