ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রোহিঙ্গা নৃশংসতা বিচারে স্বাধীনভাবে কাজ করছে আইসিসি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৭, মে ৫, ২০১৯
রোহিঙ্গা নৃশংসতা বিচারে স্বাধীনভাবে কাজ করছে আইসিসি ডিক্যাব টকে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভেরওয়ে। ছবি: শাকিল/বাংলানিউজ

ঢাকা: ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভেরওয়ে বলেছেন,  রোহিঙ্গাদের ওপর চালানো নৃশংসতা বিচারে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি) স্বাধীনভাবে কাজ করছে। একই সঙ্গে বাংলাদেশের ডেল্টা পরিকল্পনা বাস্তবায়নে নেদারল্যান্ডস সব ধরনের সহযোগিতা দেবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। 

রোববার ( ০৫ মে ) রাজধানীর ইস্কাটনের বিস মিলনায়তনে আয়োজিত ডিকাব টক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনস, বাংলাদেশ (ডিকাব) নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত  হ্যারি ভেরওয়ের সঙ্গে এই ডিকাব টক’য়ের  আয়োজন করে।

 

অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশ ও  নেদারল্যান্ডসের দ্বিপক্ষীয় সহযোগিতার নানা বিষয় তুলে ধরেন এই  রাষ্ট্রদূত। একই সঙ্গে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।  

ডিকাব টক অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি রাহীদ এজাজ ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব।

ডিকাব টক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত  হ্যারি ভেরওয়ে বলেন, হেগে অবস্থিত আইসিসি একটি স্বাধীন ও নিরপেক্ষ  আদালত। আইসিসি রোহিঙ্গা নৃশংসতা নিয়ে তদন্ত ও বিচার করছে। তারা স্বাধীনভাবেই এই বিচার প্রক্রিয়া সম্পন্ন করবে।  

তিনি আরো বলেন, মিয়ানমার আইসিসির সদস্য নয়। তবে বিচার প্রক্রিয়ায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের ভূমিকা ইতিবাচক।

এক প্রশ্নের উত্তরে হ্যারি ভেরওয়ে বলেন, নেদারল্যান্ডস বাংলাদেশের ডেল্টা পরিকল্পনা বাস্তবায়ন করছে । এই উদ্যোগ বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে নেদারল্যান্ডস।  

এ বিষয়ে কাজ করতে নেদারল্যান্ডসের বিশেষজ্ঞরা বাংলাদেশে আসবেন বলেও জানান তিনি।

হ্যারি ভেরওয়ে বলেন, বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে।  তবে বাংলাদেশের পণ্য প্রসারে আরো নানা উদ্যোগ নিতে হবে। এছাড়া রানা প্লাজা দুর্ঘটনার পর  পোশাক শিল্প কারখানায় কর্ম পরিবেশ উন্নত হয়েছে বলে মনে করেন তিনি।

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বলেন, গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে গণতন্ত্রের বিকাশ সমানভাবে জড়িত। বিশ্বের প্রেস ফ্রিডম  ইনডেক্সে বাংলাদেশ দেড়শ’তম স্থানে রয়েছে। তাই এদিকে নজর দেয়া জরুরি ।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে প্রায় অর্ধ শতক ধরে নেদারল্যান্ডসের সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যেই বাণিজ্যিক সম্পর্ক আমরা জোরদার করে চলেছি।  

আগামী দিনেও দু’দেশের মধ্যে নানা বিষয়ে সহযোগিতা অব্যহত থাকবে বলে আশা প্রকাশ করেন বাংলাদেশে নিযুক্ত এই ডাচ কূটনীতিক।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, মে ০৫, ২০১৯
টিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।