ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির বিশেষ সেবা চালু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৪, মে ৫, ২০১৯
ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির বিশেষ সেবা চালু ফিতা কেটে বিশেষ সেবা চালু করছেন পল্লী বিদ্যুতের মনিটরিং ও ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মুকুল হোসেন। ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: রমজান মাসে গ্রাহককে বিদ্যুতের নিরবচ্ছিন্ন সেবা দিতে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি বিশেষ সেবা মাস চালু করেছে। 

রোববার (৫ মে) সকালে জেলার রাউতাইল পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ে ফিতা কেটে সেবা মাসের উদ্বোধন করেন পল্লী বিদ্যুতের মনিটরিং ও ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মুকুল হোসেন।  

এসময় ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী আলতাফ হোসেন, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার নূর মোহাম্মদ, ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম যতীন মল্লিক, সহকারী প্রকৌশলী মোতাহার হোসেন, এজিএম শ ম মিজানুর রহমান, আমিনুল ইসলাম, রনজিত কুমার ঘোষ, রেজাউল করিম রাজিবসহ সমিতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় কর্মকর্তারা জানান, রমজান মাস উপলক্ষে জেলার ৬টি উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে পল্লী বিদ্যুতের ১৩৮টি ভ্যানে কর্মকর্তা-কর্মচারীরা মানুষকে বিদ্যুতের সংযোগ দেওয়ার পাশাপাশি সব ধরনের সেবা দেবে। এতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, দুর্নীতি ও গ্রাহকদের ভোগান্তি দূর হবে।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, মে ০৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।