শনিবার (৪ মে) ঢাকা ইনটারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)'র গ্রিন রোড ক্যাম্পাসের ড. এম আই পাটোয়ারী মিলনায়তনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বাংলাদেশে তরুণদের মধ্যে ক্যারিয়ার গঠনের বিভিন্ন প্রেক্ষাপট, প্রয়োজনীয় কমিউনিকেশন স্কিল এবং বর্তমান চাকরির বাজারের প্রতিযোগিতার জন্য প্রতিযোগীদের প্রস্তুতির বিভিন্ন উৎসগুলো সম্পর্কে আলোকপাত করা হয়।
বক্তরা অংশগ্রহণকারীদের উদ্দেশ্য পেশাগত জীবনে সাফল্যের জন্য যোগাযোগ দক্ষতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব তুলে ধরেন। এ ছাড়া সিভি প্রস্তুতকরণ, ভাইবা প্রস্তুতি, সরকারি-বেসরকারি চাকরি খাত সর্ম্পকে নিজেকে প্রস্তুত করার বিভিন্ন পরামর্শ তুলে ধরেন বক্তারা।
বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীকে অনলাইন আবেদনের ভিত্তিতে কর্মশালায় অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিআইইউ’র ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।
এছাড়া কর্মশালায় আলোচনায় নেন- আমরা কোম্পানিস'র চিফ করপোরেট অ্যান্ড পিপল অফিসার (সিসিপিও) অজেয় রোহিতাশ্ব আল্ কাযী, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পিআর অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশনস্ বিভাগের প্রধান এম আহসান উল্লাহ খান, মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের এসএমই মহাব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম, ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিং, ডিজিটাল ব্যাংকিং অ্যান্ড ই-কমার্স বিভাগের প্রধান সিরাজ সিদ্দিকী (শাকিল) ও অ্যাকশন এইড বাংলাদেশের ডেপুটি কমিউনিকেশন ম্যানেজার শরিফ নির।
কর্মশালায় নলেজ পার্টনার হিসাবে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ব্রান্ডিং এনগেজমেন্টে টিম পিআর ও ইয়থ এনগেজমেন্ট সাউট এবং মিডিয়া পার্টনার হিসাবে ছিলো বাংলানিউজটোয়েন্টিফোর.কম।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মে ৫, ২০১৯
ওএইচ/