রোববার (৫ মে) দুপুরে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
আটক চারজন হলেন- আওয়াল (৩২), ছানোয়ার (৩৭), রহিম (২৭) ও শুক্কুর তাহের (৩৯)।
ওসি আবুল বাশার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ মে) দিনগত রাতে সাভার বাজার বাসস্ট্যান্ডের ওভারব্রিজের নিচ থেকে চার মাদকবিক্রেতাকে আটক করা হয়। সেসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ৬০০ পিস ইয়াবা।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মে ০৫, ২০১৯
এসআরএস