ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

না’গঞ্জে স্টিল মিলে কাজ করার সময় দগ্ধ ৪ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৯, মে ৫, ২০১৯
না’গঞ্জে স্টিল মিলে কাজ করার সময় দগ্ধ ৪  হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ শ্রমিক। ছবি: বাংলানিউজ

ঢাকা: নারায়ণগঞ্জের ভূলতার গাউছিয়া হাজী ইসলাম উদ্দিন স্টিল মিলে কাজ করার সময় গরম লোহা শরীরে পড়ে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। 

রোববার (৫ মে) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ চারজন হলেন- সোহেল (২৩), আ. রহমান (৫৫), পলাশ (২৪) ও ফারুক (৩০)।

দগ্ধরা জানান, সকালে স্টিল মিলে কাজ করার সময় যান্ত্রিক ত্রুটির কারণে গরম লোহা ছিটকে পড়ে তারা চার জন দগ্ধ হন। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে  ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, দগ্ধ চারজনকেই বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চারজনের মধ্যে রহমানের শরীরে, সোহেল ও পলাশের বুক, পেট এবং হাত-পা দগ্ধ হয়েছে। এছাড়া ফারুকের শরীরে দগ্ধ ও আঘাতের চিহ্ন আছে।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, মে ০৫, ২০১৯
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।