ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মুনতাসীর মামুনকে হত্যার হুমকি, থানায় জিডি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৯, মে ৫, ২০১৯
মুনতাসীর মামুনকে হত্যার হুমকি, থানায় জিডি মুনতাসীর মামুন

ঢাকা: বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুনসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি দিয়েছে একটি জঙ্গি সংগঠন। এ পরিপ্রেক্ষিতে রাজধানীর ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) লিপিবদ্ধ করেছেন মুনতাসীর মামুন।

রোববার (৫ মে) দুপুরে ধানমন্ডি থানায় মুনতাসীর মামুনের আবেদনের পরিপ্রেক্ষিতে জিডিটি লিপিবদ্ধ করা হয়।

আন্তর্জাতিক জঙ্গি সমর্থিত ওয়েবসাইট লোনউলফে হত্যার হুমকি সংক্রান্ত একটি লেখা প্রকাশ করা হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।



ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বাংলানিউজকে বলেন, জিডি আমলে নিয়ে হুমকির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের ঊর্ধ্বতনদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে মুনতাসীর মামুনের নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে শনিবার (৪ মে) একই কারণ উল্লেখ করে ধানমন্ডি থানায় জিডি করেন মানবাধিকারকর্মী সুলতানা কামাল।

লোনউলফে প্রকাশিত লেখায় মুনতাসীর মামুনসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে ইসলামের স্বার্থে হত্যা ও শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, মে ০৫, ২০১৯
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।