রোববার (৫ মে) দুপুরে ধানমন্ডি থানায় মুনতাসীর মামুনের আবেদনের পরিপ্রেক্ষিতে জিডিটি লিপিবদ্ধ করা হয়।
আন্তর্জাতিক জঙ্গি সমর্থিত ওয়েবসাইট লোনউলফে হত্যার হুমকি সংক্রান্ত একটি লেখা প্রকাশ করা হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বাংলানিউজকে বলেন, জিডি আমলে নিয়ে হুমকির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের ঊর্ধ্বতনদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে মুনতাসীর মামুনের নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে শনিবার (৪ মে) একই কারণ উল্লেখ করে ধানমন্ডি থানায় জিডি করেন মানবাধিকারকর্মী সুলতানা কামাল।
লোনউলফে প্রকাশিত লেখায় মুনতাসীর মামুনসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে ইসলামের স্বার্থে হত্যা ও শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, মে ০৫, ২০১৯
পিএম/এএ