রোববার (৫ মে) সকালে উপজেলার জাফরাবাদ এলাকার জঙ্গলবাড়ি মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আওয়াল ইটনা উপজেলার বড়িবাড়ী ইউনিয়নের বড়িবাড়ী গ্রামের আলী হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে করিমগঞ্জ এলাকা থেকে আওয়াল ও তার দুই বন্ধু মিলে মোটরসাইকেল করে কিশোরগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথে জঙ্গলবাড়ি মহিলা কলেজ এলাকা পাড় হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আওয়াল মারা যান। এ ঘটনায় অপর দুই আরোহী আহত হয়েছেন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, মে ০৫, ২০১৯
জিপি