ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

করিমগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৪, মে ৫, ২০১৯
করিমগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় মালবাহী ট্রাকের চাপায় আওয়াল মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

রোববার (৫ মে) সকালে উপজেলার জাফরাবাদ এলাকার জঙ্গলবাড়ি মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আওয়াল ইটনা উপজেলার বড়িবাড়ী ইউনিয়নের বড়িবাড়ী গ্রামের আলী হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে করিমগঞ্জ এলাকা থেকে আওয়াল ও তার দুই বন্ধু মিলে মোটরসাইকেল করে কিশোরগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথে জঙ্গলবাড়ি মহিলা কলেজ এলাকা পাড় হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আওয়াল মারা যান। এ ঘটনায় অপর দুই আরোহী আহত হয়েছেন।  

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, মে ০৫, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।