আব্দুস সালাম বেনাপোল পোর্ট থানার পাঠবাড়ী এলাকার আবু জাফরের ছেলে। তিনি বেনাপোল বাজারে একটি মুদির দোকান চালাতেন।
রোববার (৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আমড়াখালী বিজিবি চেকপোস্টের পার্শ্ববর্তী রেল ব্রিজের নিচে খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শার্শা থানার উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন বাংলানিউজকে বলেন, সকালে স্থানীয়রা ব্রিজের পাশ দিয়ে যাওয়ার সময় খালের পানিতে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে। এছাড়া নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান এসআই মোয়াজ্জেম হোসেন।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মে ৫, ২০১৯/আপডেট: ১৩৫৫ ঘণ্টা
ইউজি/ওএইচ/