শনিবার (৪ মে) দিনগত রাত ১টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।
কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের পরিদর্শক মিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ভেতর ক্যান্টিনে আগুন লাগে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। আগুনে ক্যান্টিনে থাকা মালামাল ও আসবাবপত্র পুড়ে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
আগুন ছড়িয়ে পড়ার আগেই ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন বলেও জানান পরিদর্শক মিরাজুল।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মে ০৫, ২০১৯
আরএস/আরআইএস/