রোববার (৫ মে) সকালে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের উলুকান্দী পূর্বপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কালাপাহাড়িয়া তদন্তকেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) বিজয় কৃষ্ণ কর্মকার বাংলানিউজকে জানান, রোববার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমেনার বাড়ি থেকে হাত-পা বাধাঁ অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
আমেনা বিবি কালাপাহাড়িয়া ইউপির উলুকান্দী পূর্বপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর স্ত্রী। স্বামীর মৃত্যুর পর তিনি তার বাবার বাড়ি পূর্বকান্দিতে থাকতেন। তার বাবার নাম মৃত আব্দুল গফুর। আমেনার একটি মেয়ে আছে, তিনি ঢাকায় থাকেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আমরা হত্যাকাণ্ডের কারণ খুঁজে বের করার চেষ্টা করছি।
আমেনার স্বজনরা থানায় এসে অভিযোগ করলে মামলা নেওয়া হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মে ৫, ২০১৯
ওএইচ/