ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ফণী দুর্গত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী-উপমন্ত্রী-সচিব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৬, মে ৫, ২০১৯
ফণী দুর্গত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী-উপমন্ত্রী-সচিব

সাতক্ষীরা: ঘূর্ণিঝড় ‘ফণী’র ছোবলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে সাতক্ষীরার শ্যামনগরে এসেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম ও মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

রোববার (৫ মে) সকালে নৌবাহিনীর সাব লেফটেন্যান্ট রাশেদুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন।

তারা সাতক্ষীরার শ্যামনগর থেকে খুলনার কয়রা যাওয়ার পথে গাবুরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নৌবাহিনীর ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। ইতোমধ্যে তারা সেখানে রওনা হয়েছেন।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফণী ভারতের উড়িষ্যা-পশ্চিমবঙ্গ হয়ে শনিবার (৪ মে) বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম থেকে মধ্যাঞ্চল হয়ে উত্তরের দিকে চলে গেছে। তবে দক্ষিণ-পশ্চিমে প্রথমে আঘাত করার সময় ক্ষতিগ্রস্ত হয়েছে সাতক্ষীরাসহ আশপাশের এলাকার অনেক বসতবাড়ি ও ফসলি জমি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ফণী’ দুর্গতদের সবাইকে ত্রাণ কার্যক্রমের আওতায় নিয়ে আসার নির্দেশনা দিয়েছেন সংশ্লিষ্টদের।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, মে ০৫, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।