গাইবান্ধা: গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ মে) বিকেলে সদরের বাদিয়াখালি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বোনারপাড়া রেলওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) আইয়ুব আলী বাংলানিউজকে জানান, ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। বাদিয়াখালি এলাকায় রেললাইনের ওপর ট্রেনে কাটা মরদেহটি পড়ে থাকতে দেখে রেলওয়ে পুলিশকে জানায় স্থানীয়রা।
খবর পেয়ে বিকেলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির গায়ে চেক শার্ট ও পরনে চেক লুঙ্গি ছিল।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, মে ৩, ২০১৯
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।