ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

‘নুসরাত সংগ্রামের প্রেরণা হয়ে থাকবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৮, মে ৩, ২০১৯
‘নুসরাত সংগ্রামের প্রেরণা হয়ে থাকবে’ আলোচনা-সভা, ছবি: বাংলানিউজ

ঢাকা: ‘অন্যায়ের প্রতিবাদী নাম হিসেবে ইতিহাসে অমর হয়ে থাকবে ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি। প্রতিবাদী নুসরাত জীবন দিয়ে সমাজের বিবেককে জাগ্রত করে গেছেন। সে কারণে নুসরাত আমাদের কাছে সংগ্রামের প্রেরণা হয়ে থাকবে।’

শুক্রবার (৩ মে) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নুসরাতসহ সব নারী ও শিশুহত্যা-ধর্ষণ, নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন বক্তারা।  

বাংলাদেশ নারী মুক্তি সংসদ, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন ও গার্মেন্টস নারী শ্রমিক কমিটির উদ্যাগে আলোচনা সভার আয়োজন করা হয়।

 

বাংলাদেশ নারী মুক্তি সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজেরা সুলতানার সভাপতিত্বে ও গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুর্শিদা আক্তার নাহারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সালমা আলী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য লুৎফুন নেসা খান ও শ্রমিক নেত্রী আরিফা রহমান প্রমুখ।

আলোচনায় মানবাধিকার কর্মী সালমা আলী বলেন, নিজ শিক্ষকের যৌন নিপীড়নের প্রতিবাদ করায় জীবন দিতে হলো মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে। তাকে যেভাবে আগুনে পুড়িয়ে মারা হয়েছে, তা কোনো সভ্য সমাজে হতে পারে না। অপরাধীরা যাতে কোনোভাবেই পার না পেয়ে যায়, তা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। এই বিচারের মাধ্যমে একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে, তাহলে অপরাধীরা এ ধরনের কাজ করতে সাহস পাবে না।

এসময় তিনি সব নারী ও শিশুহত্যা-ধর্ষণকারীর বিচার দ্রুত সমাপ্তের আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মে ৩, ২০১৯
টিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।