ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সড়ক পরিবহন মন্ত্রণালয়ে নিয়ন্ত্রণ কক্ষ চালু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৮, মে ৩, ২০১৯
সড়ক পরিবহন মন্ত্রণালয়ে নিয়ন্ত্রণ কক্ষ চালু উপগ্রহ চিত্রে ফণী’র ভয়াবহতা

ঢাকা: ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে সড়ক যোগাযোগ ব্যবস্থা সচল ও নির্বিঘ্ন রাখতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে।

শুক্রবার (০৩ মে) সকাল থেকে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য অফিসার মো. আবু নাছের এ তথ্য জানান।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন সড়ক-মহাসড়ক, সেতু, ফেরি, পন্টুনগুলো মনিটরিংসহ সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান কার্যালয় এবং দেশের বিভিন্ন সড়ক জোন, সার্কেল, ডিভিশনে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে।  

বাংলাদেশ সচিবালয়, ভবন নং ৭, কক্ষ নং ৮২২/বি’তে স্থাপিত  নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর: ৯৫৮৪১২৮।

জরুরি প্রয়োজনে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে সড়ক বিভাগ।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, মে ০৩, ২০১৯
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।