বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ বিষয় নিশ্চিত করেন সাভার মডেল থানার পরিদর (ওস) এ এফ এম সায়েদ।
এর আগে বৃহস্পতিবার (২ মে) দুপুরে সাভারের কর্ণপাড়া এলাকায় নুরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের স্বামী নুরুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জেরে এমনটা হয়েছে। তিনি দুইতলা ভবনের নিচতলায় থাকা অবস্থায় দুইতলায় হাসিনা তার শরীরে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে দেয়। পরে বাড়ির ভাড়াটিয়াসহ পরিবারের সদস্যরা উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করে।
দগ্ধ হাসিনার মা রাফেজা খাতুন বাংলানিউজকে বলেন, অনেক আগে থেকে তার মেয়ে নির্যাতনের স্বীকার। এর আগেও নুরুল ইসলামের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছিলেন তিনি। সেই মামলায় দগ্ধের স্বামী ১ মাস জেলে ছিলো বলেও জানান তিনি।
কর্তব্যরত ডাক্তার মো.রেজাউল হক বলেন, রোগীর অবস্থা গুরুতর, তার শরীরের ৯২ শতাংশ পুড়ে যাওয়ায় তিনি আশঙ্কা মুক্ত নন। তাকে শতভাগ লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ২৪ ঘন্টা অথবা ৪৮ ঘন্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।
এ ব্যাপারে সাভার থানার পুলিশ পরিদর্শক (ওসি) বলেন, আত্মহত্যার প্ররোচনায় তিনি গায়ে কেরোসিন দিয়ে আগুন লাগিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় দগ্ধের মা রাফেজা খাতুনের অভিযোগের ভিত্তিতে হাসিনার স্বামী নুরুল ইসলাম বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনায় মামলা দায়েরের পস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ০৭৫৫ ঘণ্টা, মে ০৩, ২০১৯
এমএমএস