ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আগুনে পুড়ে মৃত্যুশয্যায় গৃহবধূ

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৭, মে ৩, ২০১৯
আগুনে পুড়ে মৃত্যুশয্যায় গৃহবধূ ছবি: সংগৃহীত

সাভার: সাভারের কর্ণপাড়া এলাকায় হাসিনা বেগম (৩৫) নামের এক গৃহবধূর ‘রহস্যজনকভাবে’ আগুনে পুড়ে শরীরের ৯২ শতাংশ ঝলসে গেছে। দগ্ধ হাসিনাকে মুমূর্ষু অবস্থায় সাভারের এনাম মেডিকেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ বিষয় নিশ্চিত করেন সাভার মডেল থানার পরিদর (ওস) এ এফ এম সায়েদ।

এর আগে বৃহস্পতিবার (২ মে) দুপুরে সাভারের কর্ণপাড়া এলাকায় নুরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

নুরুল হক আড়াই বছর ধরে প্যারালাইস্টে আক্রান্ত আছেন বলে জানা গেছে।

নিহতের স্বামী নুরুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জেরে এমনটা হয়েছে। তিনি দুইতলা ভবনের নিচতলায় থাকা অবস্থায় দুইতলায় হাসিনা তার শরীরে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে দেয়। পরে বাড়ির ভাড়াটিয়াসহ পরিবারের সদস্যরা উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করে।

দগ্ধ হাসিনার মা রাফেজা খাতুন বাংলানিউজকে বলেন, অনেক আগে থেকে তার মেয়ে নির্যাতনের স্বীকার। এর আগেও নুরুল ইসলামের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছিলেন তিনি। সেই মামলায় দগ্ধের স্বামী ১ মাস জেলে ছিলো বলেও জানান তিনি।

কর্তব্যরত ডাক্তার মো.রেজাউল হক বলেন, রোগীর অবস্থা গুরুতর, তার শরীরের ৯২ শতাংশ পুড়ে যাওয়ায় তিনি আশঙ্কা মুক্ত নন। তাকে শতভাগ লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ২৪ ঘন্টা অথবা ৪৮ ঘন্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

এ ব্যাপারে সাভার থানার পুলিশ পরিদর্শক (ওসি) বলেন, আত্মহত্যার প্ররোচনায় তিনি গায়ে কেরোসিন দিয়ে আগুন লাগিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় দগ্ধের মা রাফেজা খাতুনের অভিযোগের ভিত্তিতে হাসিনার স্বামী নুরুল ইসলাম বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনায় মামলা দায়েরের পস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ০৭৫৫ ঘণ্টা, মে ০৩, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।