ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

যাত্রাবাড়ীর থেকে উদ্ধার ব্যক্তির হাসপাতালে মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৮, মে ৩, ২০১৯
যাত্রাবাড়ীর থেকে উদ্ধার ব্যক্তির হাসপাতালে মৃত্যু ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থেকে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পুলিশ ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ধারণা করছে অসুস্থতা জনিত কারণে তার মৃত্যু হতে পারে।

বৃহস্পতিবার (২ মে) রাত ৮টার দিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ীর থানা (এসআই) জুলফিকার আলী জানান, যাত্রাবাড়ী মাছ বাজার সংলগ্ন রাস্তায় অচেতন অবস্থায় পরে থাকে ওই ব্যক্তি।

পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতর সাথে হাসপাতালে একটি ছবি যুক্ত বই পাওয়া গেছে, তাতে লিখা আছে তার নাম কামাল আহমেদ। নিহত পরিবারের সাথে সেই সূত্রধরে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। দীর্ঘদিন অসুস্থতার কারণে ওই ব্যক্তি রাস্তায় থাকতো নাকি হাসপাতাল থেকে ডাক্তার দেখিয়ে বাসায় ফেরার সময় অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে, বিষয়টি পরিবারের সাথে আলাপ করে জানা যাবে।

বাংলাদেশ সময়: ০৬০২ ঘণ্টা, মে ০৩, ২০১৯
এজেডএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।