ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ফণী মোকাবিলায় নাটোরের সকল সরকারি দপ্তরের ছুটি বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১০, মে ৩, ২০১৯
ফণী মোকাবিলায় নাটোরের সকল সরকারি দপ্তরের ছুটি বাতিল ছবি: বাংলানিউজ

নাটোর: ঘূর্ণিঝড় 'ফণী' মোকাবিলার জন্য নাটোরের সকল সরকারি দপ্তরের ছুটি বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (০২ মে) বিকেলে সাড়ে ৫টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি মূলক সভায় এই সিদ্ধান্ত দেওয়া হয়।

নাটোরের জেলা প্রশাসক শাহরিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি মূলক সভায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানরা, জেলার সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভা থেকে বলা হয়, ঘূর্ণিঝড় 'ফণী'তে নাটোরে জেলার যেকোনো ধরনের দূর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জন্য সরকারী সকল দপ্তরের আগামী নির্দেশনা না আসা পর্যন্ত ছুটি বাতিল করা হয়।  

শুক্রবার (০৩ মে) জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ সহ সরকারি সকল দপ্তর খোলা রাখার ঘোষণা দেন জেলা প্রশাসক।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, মে ০৩, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।