ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সিলেটে ৬টি মর্টারশেল, ৩টি কার্তুজ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০১, মে ৩, ২০১৯
সিলেটে ৬টি মর্টারশেল, ৩টি কার্তুজ উদ্ধার ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটে লাক্কাতুড়া চা বাগান সংলগ্ন এলাকা থেকে ৬টি অবিস্ফোরিত মর্টারশেল ও ৩টি কার্তুজ উদ্ধার করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (০২ মে) বিকেলে শ্রমিকরা মাটি কাটতে গেলে ৩টি মর্টারশেল ও ১টি কার্তুজ বেরিয়ে আসে। পরক্ষণে মাটিকাটা বন্ধ রেখে মহানগরীর এয়ারপোর্ট থানায় খবর দিলে পুলিশ এসে এলাকাটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়।

সন্ধ্যায় মহানগর পুলিশের তরফ থেকে সেনাবাহিনীকে চিঠি দেওয়া হলে রাত সাড়ে ৯ টার দিকে জালালাবাদ সেনানীবাস থেকে আসা সেনাবাহিনীর একটি বিশেষ টিম ক্যাপ্টেন মিল্টন এর নেতৃত্বে মর্টারশেল ও কার্তুজগুলো উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

সিলেট মেট্টোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জুয়েল হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, উদ্ধারের পর অবিস্ফোরিত এবং প্রত্যেকটির দৈর্ঘ্য ১৬ ইঞ্চি এবং ডায়া ১০৫ মি. মি. বলে জানিয়েছে সেনাবাহিনী।

সিলেট মেট্টোপলিটন পুলিশের উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুছা বাংলানিউজকে বলেন, ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া ওই মর্টারশেল ও কার্তুজগুলো ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছে।

তিনি বলেন, বিকেলে লাক্কাতুরা চা বাগান সংলগ্ন সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণের জন্য শ্রমিকরা মাটি খুঁড়তে গিয়ে মর্টারশেলগুলো বেরিয়ে আসে।  শ্রমিকেরা ঘটনাটি মহানগর পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ এসে ওই স্থানের নিয়ন্ত্রন নিয়ে ঘটনাস্থলটি ফিতা দ্বারা ব্যারিকেড দিয়ে রাখে।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুছা আরো বলেন, মর্টারশেলগুলো উদ্ধারে পুলিশের তরফ থেকে জালালাবাদ সেনানীবাসে চিঠি দিয়ে যোগাযোগ করা হয়। রাতে সেনা সদস্যরা মর্টারশেল উদ্ধার শুরু করে। ওই স্থানে আরো মর্টারশেল আছে কিনা, তাই শুক্রবার পূণরায় এসে উদ্ধার কাজ চালাবে সেনাবাহিনী।

বাংলাদেশ সময়: ০৪৫৮ ঘন্টা, মে ০৩, ২০১৯
এনইউ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।