ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

খুনি রাশেদ চৌধুরীকে ফেরত চাইলো বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫১, মে ৩, ২০১৯
খুনি রাশেদ চৌধুরীকে ফেরত চাইলো বাংলাদেশ ...

ঢাকা: যুক্তরাষ্ট্রের কাছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রাশেদ চৌধুরীকে ফেরত চেয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২ মে) ঢাকায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে নিরাপত্তা সংলাপে রাশেদ চৌধুরীকে ফেরত চাওয়া হয়।  

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় দুই দেশের মধ্যে সপ্তম নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক ফেরদৌসি শাহরিয়ার। আর যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন দেশটির রাজনৈতিক সামরিক বিষয়ক ব্যুরোর উপ-সহকারী সচিব মাইকেল এফ মিলার।  

বৈঠকে দুই দেশের মধ্যে শান্তি, সামরিক, নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হয়। একইসঙ্গে প্রতিরক্ষা বাণিজ্য, জঙ্গিবাদ প্রতিরোধ, রোহিঙ্গা ইস্যু ইত্যাদি বিষয়েও আলোচনা হয়েছে। বৈঠকে বাংলাদেশকে নিরাপত্তা সহযোগিতা দেওয়ার বিষয়টি পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।  

বৈঠকে যুক্তরাষ্ট্রে লুকিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করে বাংলাদেশ। একইসঙ্গে ঢাকা-নিউইয়র্কে সরাসরি ফ্লাইট চালুর জন্য আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের নৌ-নিরাপত্তাখাতে যুক্তরাষ্ট্র সহযোগিতা দেবে বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, মে ০২, ২০১৯
টিআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।