বৃহস্পতিবার (২ মে) ডিএনসিসি সূত্রে জানানো হয়, রাজধানীর গুলশান-২ নম্বরে নগর ভবনের লেভেল-১০ এ এই কন্ট্রোলরুম চালু করা হয়েছে। কন্ট্রোলরুমে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন ডিএনসিসির ৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এছাড়াও কন্ট্রোলরুমের দায়িত্বে থাকা কর্মকর্তারা হলেন- করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মো. মনজুর হোসেন (মোবাইল: ০১৫৫২৩৪৪৩৫৮), তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. তারিক বিন ইউসুফ, (মোবাইল: ০১৮১৭৫৭৮৩২৬); মহাব্যবস্থাপক (পরিবহন) আবদুল লতিফ খান, (মোবাইল: ০১৭১১১২৪৭৭৭); তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক সার্কেল) আবুল হাসনাত মো. আশরাফুল আলম, (মোবাইল-০১৭০০৬৯৫৮০৫); তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ সার্কেল) মো. রফিকুল ইসলাম (মোবাইল: ০১৯৭৩৪০০৪০০); জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন, (মোবাইল: ০১৭১১০৫৬০২৪); এবং সহকারী সচিব (সাধারণ প্রশাসন শাখা) মো. ইমান আলী, (মোবাইল: ০১৭৭৬০৬১৬২৮)।
বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা মে ০২, ২০১৯
এসএইচএস/এএ