আটকরা হলেন- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর হাজারী এলাকার এনায়েত উল্ল্যাহর ছেলে রহিম প্রকাশ বাবলু (৩১), ফেনীর দাগনভূঞা উপজেলার লক্ষীপুর গ্রামের মো. আব্দুল জব্বার ছেলে দেলোয়ার (২২), ফুলগাজী উপজেলার কিসমত বিজয়পুরের মৃত গোপাল চন্দ্র পালের ছেলে সাগর পাল (৩০), দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মৃত ফরিদ আহম্মদ ছেলে মো. নুর আলম (৩৮)।
বৃহস্পতিবার (২ মে) দুপুরে শহরের মাস্টারপাড়ার আপ্যায়ন আফরোজ টাওয়ারের পেছনে ও সামনের রাস্তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ফেনীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সহকারী পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের মাস্টারপাড়ার আপ্যায়ন আফরোজ টাওয়ারের পেছনে ও সামনের রাস্তায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। অভিযানে তাদের কাছে থেকে ৮ লিটার চোলাই মদ ও ৬’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফেনী মডেল থানায় দু’টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান আবু আব্দুল্লাহ জাহিদ।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মে ২, ২০১৯
এসএইচডি/ওএইচ/