বৃহস্পতিবার (০২ মে) বিকেলে সিলেটের লাক্কাতুড়া চা বাগান সংলগ্ন সরকারি উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণকালে মর্টারশেল দেখতে পেয়ে শ্রমিকেরা থানায় খবর দেয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুছা বাংলানিউজকে বলেন, খবর পেয়ে এসএমপির এয়ারপোর্ট থানা পুলিশ ওই স্থানে মাটি কাটা বন্ধ করে ঘটনাস্থলটি ফিতা দিয়ে ব্যারিকেড দিয়ে রাখে।
ধারণা করা হচ্ছে, মর্টারশেলগুলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ের হতে পারে। এখানে আরও মর্টারশেল থাকতে পারে। মর্টারশেলগুলো কেমন ক্ষমতাসম্পন্ন তা বিচার বিশ্লেষণ করা হচ্ছে। এগুলো উদ্ধারে সেনাবাহিনীকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মে ০২, ২০১৯
এনইউ/এনটি